বাংলাদেশেও সুনামি সতর্কতা

ঢাকা, এপ্রিল ১১ ইন্দোনেশিয়ার সুমাত্রায় ৮ দশমিক ৬ মাত্রার প্রবল ভূমিকম্পের পর বাংলাদেশসহ ভারত মহাসাগর সংলগ্ন দেশগুলোর জন্য সুনামি সতর্কতা জারি করা হয়েছে। এ অঞ্চলের মধ্যে বাংলাদেশের দক্ষিণাঞ্চলীয় চট্টগ্রামও পড়েছে। এ কারণে চট্টগ্রামও এ সতর্কতার অন্তর্ভুক্ত হবে।সুমাত্রার স্থানীয় সময় ৩টা ৩৮ মিনিটে এই ভূমিকম্পের পর বাংলাদেশের রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে কয়েক দফা মৃদু ভূকম্পন অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, প্রাথমিক অবস্থায় এ ভূমিকম্পের তীব্রতা ছিল আট দশমিক নয়। তবে পরে তা সংশোধন করে আট দশমিক সাত করা হয়েছে।
ভারত মহাসাগরের পার্শ্ববর্তী এলাকা হিসেবে বাংলাদেশের ঢাকা, চট্টগ্রামসহ সারা দেশেই আজ দুপুরে কয়েক দফা ভূকম্পন অনুভূত হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, ভূমিকম্পটি উত্পত্তি স্থল ছিল বাংলাদেশ থেকে দুই হাজার ৪২৬ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রায়। এ ঘটনায় প্রাথমিকভাবে দেশের কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টারের তৃতীয় সুনামি বুলেটিনে বলা হয়, সুনামি হলে বাংলাদেশের চট্টগ্রামে স্থানীয় সময় রাত ১১টা ৩৫ মিনিটে ঢেউ এসে পৌঁছবে। এশিয়া প্রশান্তমহাসাগরীয় অঞ্চলে সুনামির ওপর নজর রাখা এ সংস্থাটি জানিয়েছে, সমুদ্রপৃষ্ঠের বিভিন্ন পরিমাপ দেখে বোঝা যাচ্ছে ভূমিকম্পের ফলে সুনামির উৎপত্তি হয়েছে। তবে এর মাত্রা সম্পর্কে এখনও কিছু জানানো হয়নি। ২০০৪ সালে ভারত মহাসাগরে সুনামিতে এক লাখ ৭০ হাজার মানুষ নিহত হয়।
— Source bdnews24, prothom-alo–